কৌতুক : গোবর খেলে বিশ ডলার পুরস্কার|| Best Education Page
দুই অর্থনীতিবিদ। একজন অভিজ্ঞ ও অন্যজন অনভিজ্ঞ। কোন এক বিকেলে হাঁটছিলেন। দেখতে দেখতে তাদের সামনে পড়লো একটা গোবরের স্তুপ। অভিজ্ঞ অর্থনীতিবিদ বললেন- ‘তুমি যদি স্তুপে থাকা গোবর খেতে পারো তাহলে তোমাকে আমি বিশ হাজার ডলার দেব।’
অনভিজ্ঞ অর্থনীতিবিদ চিন্তা করে দেখলেন, গোবর খেয়ে যদি বিশ হাজার ডলার পাওয়া যায় তো এই দুর্মূল্যের বাজারে তা-ই বা কম কিসের। অনেক লাভ-ক্ষতির হিসাব কষে শেষমেষ তিনি গোবর খেয়ে প্রতিশ্রুত অর্থ আদায় করে নিলেন।
কিছুদূর যেতেই আরেকটা গোবরের স্তুপ তাদের সামনে পড়লো। এবার অনভিজ্ঞ অর্থনীতিবিদ বললেন, ‘তুমি যদি স্তুপে থাকা গোবর খেতে পারো তা হলে তোমাকেও আমি বিশ হাজার ডলার দেব।’
এ কথা শুনে অভিজ্ঞ অর্থনীতিবিদ ভাবলেন, কোনদিন তো বাজীতে হারিনি; কিছুক্ষণ আগে হেরে গিয়ে বিশ হাজার ডলার খোয়ালাম। বেইজ্জতের ব্যাপার! নাহ্, আমাকে ওই অর্থ ফেরত আনতেই হবে। অনেক হিসাব করে সে-ও স্তুপে থাকা গোবর খেয়ে বিশ হাজার ডলার ফিরে পেলেন।
চলার পথে অনভিজ্ঞ অর্থনীতিবিদ আক্ষেপের সুরে বলছেন, ‘খামোখাই কিন্তু আমরা গোবর খেলাম। আমাদের দু’জনের অর্থের অবস্থা আগের মতোই; কোন উন্নতিই হয়নি, একদম পরিবর্তনে অপরিবর্তনীয়।’
অভিজ্ঞ অর্থনীতিবিদ একটা বিজ্ঞের হাসি দিয়ে জানান দিলেন, ‘উন্নতি হয়নি মানে? এরই মধ্যে ৪০ হাজার ডলারের মতো অর্থের লেনদেন হয়েছে সেটা কি কম কথা?’
People Came Here By Searching :
কৌতুক
কৌতুক ২০১৭
কৌতুক ২০১৬
কৌতুক ছবি
মজার কৌতুক 2016
হাসির কৌতুক ১৮+
সেরা হাসির কৌতুক
মজার কৌতুক 2018
ছোট কৌতুক
কৌতুক বাংলা
কৌতুক ভিডিও
কৌতুক গান
কৌতুক নাটক
কৌতুক ছবি
কৌতুক খবর
কৌতুক গল্প
কৌতুক অভিনয়
No comments:
Post a Comment