ভূমিকা : দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় শিল্প হিসেবে যে শিল্পটি বাংলাদেশের শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে তা হলো তৈরি পোশাক শিল্প। বর্তমানে এটি বাংলাদেশের রপ্তানি আয় অর্জনে প্রধান ভূমিকা পালন করছে। এর ফলে এককালে মসলিন ও জামদানির জন্যে পৃথিবীবিখ্যাত বাংলাদেশ আবার বস্ত্রক্ষেত্রে নতুন ধরনের গৌরব অর্জনের পথে পা বাড়িয়েছে।
পোশাক শিল্পের অবস্থা : ১৯৭৭ সালে সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় এদেশে পোশাক শিল্প প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে যেখানে প্রায় ১২ লাখ শ্রমিক কর্মরত এবং যাদের ৮৫% হলো নারী শ্রমিক। জাতীয় রপ্তানি আয়ের ৬৩% আসে এই খাত থেকে। বিশ্ব পোশাক রপ্তানিতে বাংলাদেশের স্থান ৫ম। সুতরাং এ খাত যে বিপুল সম্ভাবনাময় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের অভ্যন্তরীণ সমস্যা ও মক্ত বাজারের প্রবল চাপ এ শিল্পের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। তাই এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হয়ত আমাদের কপাল পুড়বে।
কোনো এক সময় পাট সর্বাধিক রপ্তানি আয়ের উৎস্য ছিলো। তাই তখন পাটের অপর নার ছিলো ’সোনালী আঁশ’ কিন্তু ১৯৮৪ সালের পর থেকে চিত্র বলাতে শুরু করে। বর্তমানে পাশাক শিল্পই সর্বাধিক রপ্তানি আয়ের উৎস্য। ১৯৮৪-৮৫ সালে পাট থেকে অর্জিত বৈদেশিক আয় ছিলো ৫৭.৮৬শতাংশ তখন পোশকা খাতে বৈদেশিক আয় ছিলো ১৬.৫ শতাংশ।। ২০১৩-১৪ সালে পাট থেকে বৈদেশি আয় ৩.৮৫ শতাংশ কিন্তু পোশাক শিল্পে আয় ৮১.১৭ শতাংশ। অর্থাৎ এখন আমাদের অর্থনীতিতে বড় এক স্থান দখল করে আছে তৈরি পোশাক শিল্প।
পোশাক শিল্পের বাজার : বাংলাদেশ পোশাক শিল্পে বিশ্ববাজারে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জ করেছে। র্বমানে ২৩টিরও বেশি দেশে পোশাক রপ্তানি করছে বাংলাদেশ। এ দেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানি, বেলজিয়াম ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। এ ছাড়াও জাপান, রাশিয়া ও অস্ট্রেলিয়ায় এই বাজার সম্প্রসারিত হচ্ছে। এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় ক্রেতা।
বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান : বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে পোশাক শিল্প সুদূরপ্রসারী অবদান রেখে চলেছে। এ খাতের অবদানের প্রধান দিকগুলো হচ্ছে:
ক. কারখানা নির্মানে ও শ্রমিক নিরাপ্তায় আইনের অভাব : ২০১৩ সালে রানা প্লাজায় অগ্নিকাণ্ড ও ভবন ধ্বসের কারণে প্রায় ১১’শ শ্রমিকের মৃত্যুই প্রমাণ করে এই খাতে কতটা অনিয়মে চর্চা হয়। রানা প্লাজা ছাড়াও সম্প্রতি বহু পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে শুধুমাত্র কারাখানা আইন, শ্রম আইন ও ভবন আইন না মানার কারণে। এই ধরণের দুর্ঘটনা বিশ্ব বাজারে আমাদের পোশাক শিল্পের নেতিবাচক ভাবমূর্তি প্রকাশ পায়।
খ. অর্থনৈতিক উন্নয়ন : তৈরি পোশাক শিল্প খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। জাতীয় আয়ের প্রায় ৬৪ অংশ আসে এই খাত থেকে। তা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাণপ্রবাহ সচল রাখতে সাহায্য করছে।
গ. বেকার সমস্যা সমাধানে ভূমিকা : বিত্তহীন, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে দশ লাখেরও বেশি মহিলা শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এই খাতে। এরা পেয়েছে স্বাবলম্বী জীবন ও অর্থনৈতিক মর্যাদা।
ঘ. রপ্তানি বৃদ্ধি : পোশাক শিল্প বিকশিত হওয়ার দেশে রপ্তানিজাত আইটেমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে রপ্তানি আয়ও বেড়েছে। বর্তমানে রপ্তানি আয়ের ৬৩% আসছে এই শিল্প থেকে। তার ১০০টি বায়িং হাউস গার্মেন্টস সামগ্রী ক্রয় বিক্রয়ে নিয়োজিত।
ঙ. দ্রুত শিল্পায়ন : পোশাক শিল্প দেশে দ্রুত শিল্পের প্রসার ঘটাচ্ছে। বাংলাদেশে বিভিন্ন স্প্রিনিং, উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং এবং প্রিন্টিং শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে। এছাড়া গ্রার্মেন্টস শিল্প রপ্তানির জন্যে প্যাকিজিং, গামটেপ, জিপার, বোতাম ও বগলস শিল্পের প্রসার ঘটেছে।
চ. বৈদেশিক মুদ্রা অর্জন : তৈরি পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। ১৯৯৫-৯৬ সালে এ শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় ২২৯ কোটি ৩৫ লাখ ডলার।
ছ. পরিবহন ও বন্দর ব্যবহার : পোশাক শিল্পের সামগ্রী আমদানি ও রপ্তানির ফলে বন্দর থেকে ফ্যাক্টরি পর্যন্ত পরিবহন শিল্পের অগ্রগতি হয়েছে এবং এসবের সঠিক ব্যবহার হচ্ছে।
অন্যান্য অবদান : গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করে ব্যাংক লাভবান হচ্ছে। বিমা কোম্পানির প্রিমিয়ামের পরিমাণ বাড়ছে। বাংলাদেশে নতুন নতুন প্রযুক্তির আগমন ঘটছে।
পোশাক শিল্পের সমস্যা : পোশাক শিল্প বর্তমানে নানাবিধ সমস্যার আবর্তনে ঘূর্ণিপাক খাচ্ছে। যেমন:
১। দক্ষ শ্রমিকের অভাব: পোশাক শিল্পে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। অদক্ষ ও আধা দক্ষ শ্রমিক দিয়ে কাজ চালানো হচ্ছে। ফলে উন্নতমানের পোশাক তৈরি ব্যাহত হচ্ছে।
২। রাজনৈতিক অস্থিরতা : চরম রাজনৈতিক অস্থিরতা পোশাকের ঠিকমত উৎপাদন, অর্ডার সরবরাহ ইত্যাদিকে বিঘ্নিত করে। অনেক সময় ফরমাশ বাতিলের মতো ঘটনাও ঘটছে যা এ শিল্পের জন্যে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
৩। কাঁচামাল সমস্যা : এক্ষেত্রে দুটো সমস্যা দেখা দেয়। প্রথমত, দেশে পর্যাপ্ত কাঁচামাল উৎপাদন না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে রপ্তানি আয়ের সিংহভাগ চলে যায় কাঁচামাল আমদানিতে। দ্বিতীয়ত, অনেক সময় বিদেশ থেকে নিম্নমানের কাঁচামাল আমদানি করায় একদিকে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, অন্যদিকে বিদেশে বাংলাদেশী পোশাকের সুনাম নষ্ট হচ্ছে।
৪। কোটা আরোপ : ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র হঠাৎ করে পোশাক আমদানি ক্ষেত্রে কোটা আরোপ করলে পোশাক শিল্পসমূহ ক্ষতির সম্মুখীন হয়। অনেক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
৫। শুল্ক জটিলতা : শুল্ক জাটিলতায় কাঁচামাল আমদানির ক্ষেত্রে অহেতুক বিলম্ব দেখা দেয়। এতে ফরমাশ অনুযায়ী সাপ্লাইয়ের ক্ষেত্রে সময়ের হেরফের হয়ে যায়। মাল যথাসময় পাঠাতে ব্যর্থ হলে বিদেশী ক্রেতারা ফরমাশ বাতিল করে দেন।
৬। আইটেমের নগণ্যতা : বিশ্ববাজারে ১১৫ প্রকার পোশাকের চাহিদা রয়েছে। হংকং ও তাইওয়ান যেখানে যথাক্রমে ৬৫ ও ৫৩ ধরনের পোশাক সরবরাহ করছে সেখানে বাংলাদেশে কেবল ৫ থেকে ১০ রকম পোশাক তৈরি হয়। হাতেগোনা কয়েক রকম পোশাক দিয়ে বাংলাদেশ বিশ্ববাজারের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না।
এছাড়াও আরও বেশ কিছু সমস্যা রযেছে; যেমন (ক) আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা, (খ) আমলাতান্ত্রিক জটিলতা, (গ) বিদ্যুৎ ও গ্যাসের স্বল্পতা, (ঘ) আন্তর্জাতিক বাজারে বিরূপ প্রচারণা, (ঙ) দুর্বল শিল্পনীতি, (চ) দক্ষ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, (ছ) স্বল্পমাত্রার ঋণপত্র ইত্যাদি।
পোশাক শিল্পের সম্ভাবনা : পোশাক শিল্পের অনেকগুলো সমস্যা থাকা সত্ত্বেও একথা অন্তত জোর গলায় বলা যায় যে, এ খাত যথেষ্ট সম্ভাবনাময়। কারণ:
ক. সস্তা শ্রমের প্রাপ্যতা : পৃথিবীর অন্যান্য দেশগুলোর তুলনায় এখানে শ্রমের দাম কম। স্বল্প মজুরিতে শ্রমিক নিয়োগ করে মুনাফা বেশি পাওয়ার সম্ভাবনাও বেশি।
খ. নারী শ্রমের প্রাপ্যতা : পোশাক শিল্পের জন্যে নারীরাই বেশি উপযুক্ত। এক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় আছে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় এদেশে এ খাতে নারী শ্রমিকের সংখ্যা বেশি।
গ. কম মূলধনী শিল্প : অপেক্ষাকৃত কম মূলধনেই পোশাক শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। তাই উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগে অধিক আগ্রহী।
ঘ. সহজ শর্তে ঋণের প্রাপ্যতা : তৈরি পোশাক শিল্পে বিনিয়োগের স্বল্প সময় পরেই এর রিটার্ন পাওয়া যায়। অতি সত্বর উৎপাদন ব্যয় ফিরে পাবার সম্ভাবনা থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোও সহজ শর্তে উদ্যোক্তাদের ঋণ দিতে কার্পণ্য করে না।
সমস্যা সমাধানে করণীয় : ইতিমধ্যে সরকার পোশাক শিল্পের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো সুযোগ সুবিধা দিয়েছেন। যেমন- এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম, এক্সপোর্ট পারফরমেন্স লাইসেন্স, রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা স্থাপন, রপ্তানিকারকদের বিদেশ সফরের সুবিধা, সরকারি পুরস্কার ইত্যাদি। তারপরও আরও কিছু করণীয় সরকারের রয়ে গেছে। এগুলো হচ্ছে:
১। মূল্য সংযোজন কর হার কমিয়ে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী প্রতিযোগিতার ক্ষেত্রে টিকে থাকতে সহযোগিতা করা।
২। কারখানা বিমার ক্ষেত্রে ফ্লাড সাইক্লোন শর্ত শিথিল করা।
৩। দ্রত রপ্তানির জন্যে কার্গো বিমান চার্টার করার অনুমতি প্রদান।
৪। লোড শেডিং বন্ধ করা এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৫। রপ্তানিমুখী পোশাক শিল্পে ইপিজেড এর মতো সুযোগ-সুবিধা প্রদান।
৬। পোশাক শিল্প প্রসারের জন্যে উদারভাবে সুযোগ-সুবিধা প্রদান।
৭। কোটানীতি সংক্রান্ত দুর্নীতির অবসান।
৮। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন পোশাক তৈরির দিকে মনোযোগ প্রদান।
৯। বস্ত্রশিল্পের চাহিদা অনুযায়ী দেশে পর্যাপ্ত কাঁচামাল উৎপাদনের পদক্ষেপ গ্রহণ।
উপসংহার : তৈরি পোশাক খাতে অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবসহ বিরাজিত অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ এখনই না নিলে আগামীতে মুক্ত বাজারে আমাদের এ সম্ভাবনাময় খাতটি যে মার খাবে তা একপ্রকার নিশ্চিত। বিশেষত আমাদের কাঁচামাল দিয়েই যদি আমরা পোশাক তৈরি করতে পারি তা হবে দেশের জন্যে সোনায় সোহাগা। আমরা আশা করি, সরকার জাতির বৃহত্তর স্বার্থে এ শিল্পখাতটিকে টিকিয়ে রাখার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাবেন।
রচনা , পোশাক শিল্প নিয়ে উক্তি, গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ, পোশাক শিল্পের রপ্তানি পরিসংখ্যান, বাংলাদেশের পযটন শিল্প রচনা, বাংলাদেশের প্রথম গার্মেন্টস এর নাম কি, নিটওয়্যার কি, Poshak shilper khobor, পযটন শিল্প, পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ২০২০, বাংলাদেশের গার্মেন্টস সংখ্যা কত, পোশাক শিল্প কাকে বলে, পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ২০১৯, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ, জিডিপিতে পোশাক শিল্পের অবদান ২০১৯, পোশাক নিয়ে কবিতা,#বাংলা রচনা লেখার নিয়ম #বাংলা রচনা অধ্যবসায় #Gacher rochona #আমাদের গ্রাম রচনা #সংলাপ রচনা pdf #শিক্ষকের প্রতি দায়িত্ব ও কর্তব্য রচনা #বিজ্ঞানের উপসংহার #বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্যারাগ্রাফ #Bangla essay pdf download #রচনা সম্ভার pdf download #স্বদেশপ্রেম রচনা pdf #বিসিএস বাংলা রচনা pdf #রচনা সমগ্র বই #অধ্যবসায় রচনার ২০ পয়েন্ট #Composition #Essay #Paragraph #Letter #Application #Email #Dialogue #CV & Bio-Data #Job Cover Letter #General Knowledge #My Study Note #Make Money From This Website #একটি ভাল রচনা লিখতে কিভাবে,প্রবন্ধ রচনা লেখার নিয়ম বা কৌশল #প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জনের উপায় #প্রবন্ধ রচনা কি #প্রবন্ধ রচনা কাকে বলে #প্রবন্ধ হলো প্রকৃষ্টরূপে বন্ধনযুক্ত রচনা #বাংলা রচনা #প্রবন্ধ রচনা #সকল শ্রেণীর জন্য #Bangla Rochona #Rachona #for class 6 #7 #8 ,9 10 #11 JSC SSC HSC #রচনার PDF Download #বাংলা রচনা app খোঁজছেন? #বাংলা রচনা সমগ্র এখানে পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে #এই অ্যাপটি বাংলা রচনা র একটি বিশাল ভান্ডার #রচনা লেখার নিয়ম #How to write an essay in Bangla #SSC Bangla Essay,বাংলা রচনা লেখার নিয়ম #রচনায় ২০ এ ১৯ পাওয়ার কৌশল #Corona virus bangla Rachana/covid 19 bangla rachana #উচ্চ মাধ্যমিক বাংলা রচনা 2020 #বাংলা রচনায় আপনাকে স্বাগতম. অনলাইনে ব্যাকরন #প্রবন্ধ রচনা #পত্রলিখন #প্রতিবেদন এবং ভাবসম্প্রসারনের অদ্বিতীয় ঠিকানা #বাংলা রচনা pdf #প্রবন্ধ রচনা pdf #রচনা সম্ভার pdf #রচনা সমগ্র pdf #বাংলা ২য় পত্র #রচনা প্রতিযোগিতা #bengali rachana pdf #bangla rachana list #Bangla rochona #Bangla Composition #Bangla Essay #For PSC- JSC- SSC-HSC,রচনা #আমার পোষা পাখি অনুচ্ছেদ #শিকরা পাখি #ফিঙ্গে পাখির ছবি #পশুপাখি রচনা #সবচেয়ে বড় পাখির নাম কি #দোয়েল পাখিকে কেন জাতীয় পাখি বলা হয় #পাখি পরিচিতি,নিবন্ধ কি #নিবন্ধ লেখার নিয়ম #প্রবন্ধ রচনা আমার মুজিব #উপসংহার কি #প্রবন্ধ রচনা অধ্যবসায় #উপন্যাস কি #প্রবন্ধ ও নিবন্ধ পার্থক্য #সাহিত্য প্রবন্ধ pdf #বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা #প্রবন্ধ সংগ্রহ #প্রবন্ধ ও উপন্যাসের মধ্যে পার্থক্য #বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য #আমাদের বিদ্যালয় অনুচ্ছেদ ৩য় শ্রেণি #আমার দেখা একটি নদী প্রবন্ধ রচনা #প্রবন্ধ রচনা বাংলাদেশের নদ নদী #রচনা আমাদের গ্রাম #একটি আদর্শ বিদ্যালয় রচনা #বিদ্যালয়ের প্রথম দিন রচনা #গল্প কি #প্রবন্ধ রচনা ছাত্র জীবন #সংবাদপত্র রচনা class 10 #দৈনন্দিন জীবনে বিজ্ঞান অনুচ্ছেদ রচনা #রচনা প্রতিযোগিতায় ভালো করার উপায় #বর্ণনামূলক পাঠ #রম্য রচনা লেখার নিয়ম #ছাএ সমাজের ভূমিকা #পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা রচনা #পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের করণীয় #মাধ্যমিক প্রবন্ধ রচনা #জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ রচনা #মানুষের জীবনে ছুটির প্রয়োজনীয়তা #কুরআন শরীফ #ইসলামিক দোয়া #আল-হাদিস #বাংলা রচনা #ভাবসম্প্রসারণ #অনুচ্ছেদ #সারাংশ #সারমর্ম #প্রবাদ- প্রবচন #বাংলা ব্যাকরণ #লাইব্রেরি #সাধারণ জ্ঞান #এক জাতীয় বিষয় #তথ্যকোষ #বাংলা রচনা সমগ্র #ভাবসম্প্রসারণ তালিকা #ইংরেজি প্রবাদ বাক্য #বাণী চিরন্তন #কবিতা #দেশের কবিতা #স্বাস্থ্য কথা #লাইফস্টাইল #পুঞ্জ সংগ্রহ #আমার লাইব্রেরি #সকল শ্রেণির পাঠ্যপুস্তক #বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল #এই সাইট থেকে আয় করুন,
No comments:
Post a Comment